ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

স্কুল থেকে উধাও অষ্টম শ্রেণীর পরীক্ষার খাতা , ছাত্র-ছাত্রীদের অভিযোগ শিক্ষকের দিকে

মেদিনীপুরের কোলাঘাট ব্লকের, খন্যাডিহি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর গণিত বিভাগের খাতা স্কুল থেকে উধাও,  ছাত্র-ছাত্রীরা শিক্ষকের দিকে আঙ্গুল তুললেন। স্কুল দপ্তরের অভিযোগ ভুলক্রমে কোনোভাবে হারিয়ে গিয়েছে, ছাত্রদের অভিযোগ মাস্টার মশাইরা খাতা বিক্রি করে দিয়েছেন। তাই আমাদেরকে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে।


গতকাল স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জানায় যে অংকের পরীক্ষা নেয়া হবে ,তবে কি কারণে হারিয়ে গিয়েছে তা স্পষ্ট করে জানাননি স্কুল কর্তৃপক্ষ,  জানায় যে একই সাথে সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষার খাতা ছিল। কিন্তু সেখান থেকে শুধু অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের ১৫ নম্বর যে পরীক্ষা হয়েছিল গণিতে ,সেই খাতা পাওয়া যাচ্ছে না , অভিভাবকদের অভিযোগ  তীব্র গরমের মধ্যে একবার পরীক্ষা দেওয়ার পর পুনরায় পরীক্ষা নেওয়া হচ্ছে, ওর মুখেই একটাই প্রশ্ন উঠে আসে, শিক্ষকরা হয়তো খাতা বিক্রি করে দিয়েছে,  এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিভাবে স্কুল থেকে খাতা মিসিং হয় এ ব্যাপারেও স্কুলকে দায়ী করেন।

ads

Our Facebook Page